Friday, June 10, 2016

রমযানে অযু গোসলের নিয়ম



অযু:
১। তিনবার কব্জি পর্যন্ত ধৌত করা।
২। তিনবার কুলি করা।(গড়গড়া করবে না)
৩। তিনবার নাকে পানি দিবে হাড় বরাবর।
৪। মুখমন্ডল তিনবার ধৌত করবে।
৫। তিনবার প্রথমে ডান হাত পরে বাম হাত কুনুই পর্যন্ত ধৌত করবে।
৬। মাথা ৪ভাগের ১ভাগ মাসেহ করা ফরয।(পুরা মাথা মাসেহ করা মুস্তাহাব)
৭। তিনবার পা গোড়ালি পর্যন্ত প্রথমে ডান পা পরে বাম পা ধৌত করা।
গোসল:
১। তিনবার কুলি করা।(গড়গড়া করবে না)
২। তিনবার নাকের হাড় পর্যন্ত পানি দেয়া।
৩। সমস্ত শরীর ধৌত করা।


No comments:

Post a Comment