Friday, June 10, 2016

রোজায় মুখের দুর্গন্ধ কিভাবে দূর করবেন?



রোজায় সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় এটি সবার জন্যই একটি বড় সমস্যা ভোররাতে দাঁত ব্রাশ করে মাউথ ওয়াশ ব্যবহার করেও মুখের গন্ধ দূর হয় না মুখে এমন দুর্গন্ধ নিয়ে সবার সঙ্গে মেশাটাও মুশকিল কী করবেন? জেনে নিন  মুখের দুর্গন্ধকে সুগন্ধে বদলে ফেলার কৌশল-
  • এলাচ
  • লবঙ্গ
  • দারুচিনি

এদের মধ্যে যেটি আপনার পছন্দ সেটি সেহরি খাওয়ার পরে মুখে নিয়ে কিছুক্ষণ চিবাতে থাকুনদেখবেন কিছুক্ষণ পর মুখের দুর্গন্ধ একেবারেই গায়েব হয়ে যাবেএই মসলাগুলোতে থাকে এসেনশিয়াল ওয়েল, যা প্রাকৃতিক ভাবেই আপনার মুখে সুগন্ধের সৃষ্টি করে

এলাচি
লবঙ্গ
দারুচিনি


No comments:

Post a Comment