muslim-man-praying-secrethealthcarebd |
উপরোক্ত ৫ টি ফরজ নামাজ ছাড়াও এশা নামাজের পরে বিতর নামাজ আদায় করা
ওয়াজিব। এছাড়াও আরো বেশ কয়েকটি সুন্নত নামাজ ও মুসলমানরা আদায় করে
থাকে।
কোন ওয়াক্ত-এর নামাজ কয় রাকাত তা দেয়া হল :
১. ফযর = সুন্নাত ২, ফরজ ২(রাকাত)
২. যোহর = সুন্নাত ৪, ফরজ ৪, সুন্নাত ২, নফল ২(রাকাত)
৩. আসর = সুন্নাত ৪, ফরজ ৪(রাকাত)
৪. মাগরিব = ফরজ ৩, সুন্নাত ২, নফল ২(রাকাত)
৫. এশা = সুন্নাত ৪, ফরজ ৪, সুন্নাত ২, নফল ২, বিতির ৩(রাকাত)
বিঃ দ্রঃ নফল সম্পূর্ণ নিজের উপর আপনি চাইলে বেশি পড়তে পারেন। তবে ফজর এবং আসরের সময় কোন নফল নামায পড়বেন না।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অল্প কথায় খুব দারুণ একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Obak Balok ভাইয়া।
ReplyDeleteok thanks
ReplyDeleteখুবই ভালো
ReplyDeleteখুবই ভালো
ReplyDeleteমাশা আল্লাহ
ReplyDeleteমাশা আল্লাহ
ReplyDeleteKhub valo.....onek dhonobadh apnake...r onek onek sukhriya allahr dorbare
ReplyDeleteআল্লাহ পোস্টকারীর মঙ্গল করুন।
ReplyDeleteNice.
ReplyDeleteThanks
ReplyDeletethanks
ReplyDeleteআলহামদুলিল্লাহ অনেক উপক্রিত হলাম
ReplyDeleteধন্যবা, চমৎকার বিষয়
ReplyDelete