১। অখাদ্য বস্তু খেলে (মাঠি, কাঠ……)।
২। কুলি করবার সময় পানি পেটে গেলে।
৩। জোরপূর্বক রোযাদার কে কিছু খাওয়ালে।
৪। পেশাব-পায়খানার রাস্তায় ঔষধ প্রবেশ ঘঠলে।
৫। ঘুমন্ত অবস্থায় কাছু খেলে।
৬। নাকে এবং কানে ঔষধ দিলে।
৭। মুখ ভরে বমি করলে।
৮। রাত মনে করে ভোরে পানাহার করলে এবং সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করলে।
৯। রক্ত বা পুঁচ গড়িয়ে পড়লে।
১০। ভুলে কিছু খেয়ে রোযা নষ্ট হয়েছে মনে করে পেট ভরে খেলে।