Friday, June 3, 2016

রোযা নষ্ট হওয়ার কারন



অখাদ্য বস্তু খেলে (মাঠি, কাঠ……)
কুলি করবার সময় পানি পেটে গেলে
জোরপূর্বক রোযাদার কে কিছু খাওয়ালে
পেশাব-পায়খানার রাস্তায় ঔষধ প্রবেশ ঘঠলে
ঘুমন্ত অবস্থায় কাছু খেলে
নাকে এবং কানে ঔষধ দিলে
মুখ ভরে বমি করলে
রাত মনে করে ভোরে পানাহার করলে এবং সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করলে
রক্ত বা পুঁচ গড়িয়ে পড়লে
১০ ভুলে কিছু খেয়ে রোযা নষ্ট হয়েছে মনে করে পেট ভরে খেলে

নামাযের নিষিদ্ধ সময়


সূর্য উদয়ের সময়
সূর্য যখন ঠিক মাথার উপরে আসে
সূর্য অস্ত যাওয়ার সময়
এই তিন ওয়াক্তে নামায হারাম

পাঁচ ওয়াক্ত নামাজের তাসবীহ



ফজর: هو الحي القيوم
     উচ্চারন: হুয়াল হাইয়ূল কইয়ূম
     অর্থাৎ: তিনি জীবিত চিরস্থায়ী
যোহর: هو العلي العظيم
     উচ্চারন: হুয়াল আলিয়ূল আজিম
     অর্থাৎ: তিনি শ্রেষ্ঠতম অতি মহান
আছর: هو الرحمن الرحيم
            উচ্চারন: হুয়ার রহমানির রহীম
     অর্থাৎ: তিনি দয়ালু মেহেরবান
মাগরিব: هو الغفور الرحيم
            উচ্চারন: হুয়াল গফুরুর রহীম
     অর্থাৎ: তিনি পাপ মার্জনাকারী করুনাময়
এশা: هو اللطيف الخبير
     উচ্চারন: হুয়াল লতীফুল খবির
     অর্থাৎ: তিনি বিচক্ষন সতর্কশীল
ছাড়া ফজর আছরের পর সুবাহানাল্লাহ ৩৩বার, আলহামদুলিল্লাহ ৩৩বার, আল্লাহু আকবার ৩৪বার এবং আয়াতুল কূরসী ১বার পাঠ করলে অশেষ সাওয়াব যায়




রোযা নষ্ট হওয়ার কারন