ঈদের দিন সুবহে সদিকের পূর্বে যে ব্যক্তি সংসারিক খরচ
ও নিত্য ব্যবহারের উপকরন ও আসবাবপত্রাদি ছাড়া ৭.৫ তোলা স্বর্ণ এবং ৫২.৫ তোলা রৌপ্য
বা একই পরিমান অন্য কোন সম্পদের মালিক হলে তার উপর ফিতরা দেয়া ওয়াজিব। পরিবারের প্রতিটি
সদস্যের সদকাতুল ফিতর পরিবারের কর্তা দিলেই হবে।
No comments:
Post a Comment