Sunday, June 5, 2016

প্রচন্ড গরমে সুস্থ থাকার কৌশল :

secrethealthcarebd.blogspot.com/
গরমটা এখন অসহনীয়ই বটে। এখন উপায় কী? গ্রীষ্মকে তো আর মুহূর্তেই বিদায় করা যাচ্ছে না। এমন গরম থাকবে আরও বেশ কিছুদিন। এই গরমে জীবনযাপন কেমন হলে আরাম পাবেন জানালেন বিশেষজ্ঞরা

গরমের সঙ্গী
* গরমে বাইরে যখন বের হবেন তখন ব্যাগে এক বোতল পানি রাখুন
* ঠান্ডা পানির জন্য থার্মোফ্ল্যাস্ক রাখুন। ওরস্যালাইনও গুলিয়ে রেখে দিতে পারেন
* ছাতা বা ক্যাপ রাখুন
* পাতলা কাপড়ের রুমাল ভেজা টিস্যু

প্রচুর পানি পান করুন
কারণ সময় অতিরিক্ত ঘামের কারণে শরীর পানিস্বল্পতায় ভোগে শরীরের পানি লবণ ঘাটতি মেটানোর জন্য খাওয়ার স্যালাইন গ্রহণ করতেগরমের সময় প্রস্রাব হলুদাভ বর্ণের হলে বুঝতে হবে শরীরে পানিস্বল্পতার সৃষ্টি হয়েছে অন্য কোনো অসুখ বিশেষ করে হেপাটাইটিস বা জন্ডিসের কোনো উপসর্গ না থাকলে প্রস্রাবের হলুদাভ রঙ থেকেই শরীরের পানিস্বল্পতা সম্পর্কে ধারণা করা যায় প্রস্রাব হলুদাভ রঙের হলে সাথে সাথে প্রচুর পানি পান করতে হবে যতক্ষণ না প্রস্রাবের রঙ স্বাভাবিক হবে ততক্ষণ এই পানি পান চালিয়ে যেতে হবে তবে অন্য পানীয় পানে বিশেষ কোনো উপকার নেই বিশেষ করে অ্যালকোহলযুক্ত বেভারেজ পান করলে শরীরে আরো বেশি পানিস্বল্পতার সৃষ্টি হয় তাই পানিস্বল্পতা রোধ করতে গিয়ে অ্যালকোহলযুক্ত পানীয় পান করলে শরীর আরো বেশি পানি হারাবে

চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন
প্রচণ্ড গরমে অনেকেরই চোখ জ্বালা করে পরিস্থিতিতে চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিলে আরাম লাগবে পারলে কিছুক্ষণ ঠাণ্ডা পরিবেশে বিশ্রাম নিতে হবে, পান করতে হবে এক গ্লাস ঠাণ্ডা পানি

শরীর থেকে দুর্গন্ধ দূর করতে পরিচ্ছন্ন গোসল
পরিচ্ছন্নতার জন্য গরমকালে দুবার গোসল করা ভালো দুর্গন্ধ দূর করতে বারবার সাবান ব্যবহার করা উচিত নয় এতে ত্বকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় তবে গোসলে বিশেষ ধরনের সাবান অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ব্যবহারে উপকার আছে

চোখের অস্বস্তি দূর করতে সানগ্লাস
গরমের শাণিত রোদে চোখে অস্বস্তিবোধ হওয়াই স্বাভাবিক পারলে অবস্থায় চোখে সানগ্লাস পরা যেতে পারে সানগ্লাস চোখকে রোদের অস্বস্তি থেকে রেহাই দেবে

খেতে হবে শাকসবজি ফলমূল
গরমের দিনে চর্বিযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো চর্বিজাতীয় খাবারে শরীর আরো উত্তাপ লাভ করবে, ঘাম অস্বস্তি দুই- বাড়বে চর্বির সাথে অতিমাত্রায় চিনিযুক্ত খাবারও এড়িয়ে চলা স্বস্তিদায়ক সময় নিয়মিত খাবারের তালিকায় যোগ করতে হবে ফলমূল শাকসবজি

তথ্যসূত্র : ইন্টারনেট

No comments:

Post a Comment