হে ঈমানদারগণ!!!
তোমাদের উপর রোযাকে ফরয করা হয়েছে! যেমনি ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে করে তোমরা তাকওয়া [খোদাভীতি] অর্জন করতে পারো।
《সূরা বাকারা : ১৮৩》
তোমাদের উপর রোযাকে ফরয করা হয়েছে! যেমনি ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে করে তোমরা তাকওয়া [খোদাভীতি] অর্জন করতে পারো।
《সূরা বাকারা : ১৮৩》
♥ কোরআন পড়ুন কোরআন বুঝুন আল-কোরআনের সমাজ
গড়ুন।
♥ সুদ, ঘুষ, মদ, জুয়া, ও দুর্নীতি থেকে
বিরত থাকুন।
♥ দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখুন।
♥ সিনেমা টেলিভিশন অশ্লীল ছায়াছবি
প্রদর্শন বন্ধ রাখুন।
♥ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রয়
ক্ষমতার মধ্যে রাখুন।
তাই, আসুন আমরা রমজানের
প্রবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধ হই।
মাহে রমযান শান্তির ডাক
লোভ হিংসা দূরে থাক
সেহরী খেয়ে রাখো রোজা
রোজা রাখা অতি সোজা।
ইফতার দিয়ে ভাঙ্গো রোজা
কমাও তোমার পাপের বোঝা
নামাজ পড় জিকির করো
কোরআন পড়ে জীবন গড়।
খোদার কাছে চাও মাফ
মনের ময়লা করো সাফ
সবাইকে রোজা রাখতে বলো
কোরআন হাদিস মতে চলো।
No comments:
Post a Comment